পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোবাইক চাপায় মো. সুমন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া-পায়রাবন্দর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন দুরতলী বাধঘাট এলাকার মো. শহিদুল হকের ছেলে। সে মধ্যটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্র সুমনকে ব্যাটারিচালিত একটি অটোবাইক চাপা দেয়। এসময় আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালি