বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০১৬
বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা থেকে বিপুল পরিমান অস্ত্রসহ ছাত্রলীগের ১৮ ক্যাডারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের সবুজবাগ এলাকার আ’লীগ নেতা মহিববুর রহমানের বাসা তাদেরকে আটক করা হয়।
ছাত্রলীগ ক্যাডারদের আটক এবং অস্ত্র উদ্ধারে নেতৃত্ব দেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শাহনেওয়াজ। এসময় কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মনিরুজ্জামান এবং এসআই নুরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।’
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানানোর বিষয়টি নিয়ে গড়িমসি শুরু করেছে পুলিশ। এমনকি পুলিশের পক্ষ থেকে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত না করে বলা হচ্ছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- আটক ছাত্রলীগ ক্যাডারদের কাছ থেকে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে রামদা, হকিষ্টিক, চাপাতি ছিল।
আটকরা পটুয়াখালী জেলা আ’লীগের সহ-সভাপতি স্থানীয় মহিববুর রহমানের পালিত ক্যাডার বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, স্থানীয়দের অপর একটি সূত্র জানায়, আটকদের কাছ থেকে শুধু অস্ত্রই উদ্ধার করা হয়নি। এসময় তাদের কাছে ইয়াবা ট্যাবলেট এবং সেবনের সরঞ্জামও পাওয়া গেছে।
কিন্তু প্রভাবশালীদের চাপের কারণে বিষয়টি সম্পুন্ন এড়িয়ে যেতে চাইছে পুলিশ।