পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতে ৯ টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই এলাকার আলতাফ হোসেন হাওলাদার, জামাল হাওলাদার ইউসুফ হাওলাদার, জালাল খাঁ, সেলিম হাওলাদার, আলাউদ্দিন খাঁ, আবুল হোসেন খাঁ, নজরুল হাওলাদার এবং খলিলের বাড়ির টিনের বেড়া কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। চোরেরা প্রত্যেক বাড়ি থেকে স্বার্নালার সহ টাকা পয়সা নিয়ে যায় বলে জান গেছে।’’
ওই গ্রামের বাসিন্দা মামুন খান বরিশালটাইমসকে জানান- এ ঘটনার দুইদিন আগে পাশর্^বর্তী নেওয়াপাড়া গ্রামে একইভাবে চারটি বসতবাড়ি চুরি হয়েছে। বর্তমানে চোর আতঙ্কে গ্রামবাসীরা ভুগছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বরিশালটাইমসকে জানান- এ ঘটনায় এখন পর্যন্ত কোন আভিযোগ আসেনি। আভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’’
শিরোনামপটুয়াখালি