পটুয়াখালীর কলাপাড়ায় পেট্রোল ঢেলে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এতে অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রতিষ্ঠান মালিকরা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. ইসমাইল মৃধা বরিশালটাইমসকে জানান, তার পাশাপাশি দু’টি দোকান। একটি মুদি, মনোহরী অপরটি রেষ্টুরেন্ট। রাতে রেষ্টুরেন্টের চুলা ভাল করে নিভিয়ে যান।
কিন্তু ক্যাশবাক্সের পাশ থেকে কে বা কারা পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নেভাতে গিয়ে পানি ঢেলে দিলে যতদূর পানি গেছে ততদূর আগুন ছড়িয়ে পড়েছে।
এতে তার দোকানের টেলিভিশন, ফ্রিজসহ ব্যবসা প্রতিষ্ঠান দু’টি সম্পূর্ন পুড়ে যায়। এই ঘটনায় ব্যবসায়িরা আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।”
শিরোনামপটুয়াখালি