বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৩২ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০১৬
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুরে রিয়াজ হোসেন (১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
রিয়াজ লতাচাপলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রিয়াজ জানান, রাতে ৭/৮ জন তাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, আহত রিয়াজের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে।