পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরের বিভিন্ন বাসা বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৪ মে) তাদের বন্দরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন- কুয়াকাটা খানাবাদ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মুসুল্লী, উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর স্লুইস এলাকার শাহজাহানের ছেলে রাজু (১৯) এবং একই এলাকার আনোয়ার মাঝির ছেলে সোহাগের (১৯)।
পুলিশ জানায়- জিজ্ঞাসাবাদে রাজু তার অন্যতম সহযোগী একই এলাকার আনোয়ার মাঝির ছেলে সোহাগ জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। যে কারণে সাবেক ছাত্রলীগ নেতা রুবেলকে আটক করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বরিশালটাইমসকে বলেন, পরপর দু’দিনে বেশ কয়েকটি বাড়ি চুরির ঘটনায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটকের মধ্যদিয়ে চোর সিন্ডিকেট শনাক্ত করা সম্ভব হয়েছে।
আটকতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চোর সিন্ডিকেটকে পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে।”
পটুয়াখালি