বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৯ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০১৭
পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গি সন্দেহে ৪ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) বেলা ১০টার দিকে থানা সংলগ্ন কলাপাড়া জামে মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয়।
ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন- কামাল হোসেন (৩২), আক্তার শাহাদাত পাপ্পু (৩৪), মিলন হোসেন(৩০) এবং বাবুল খান (৩০)।
তাদের সকলের বাড়ি পিরোজপুরের জেলার বিভিন্ন স্থানে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বরিশালটাইমসকে জানান- সকাল ১০টার দিকে মসজিদের আশেপাশে ঘোরাফেরা করছিল। সন্দেহ হওয়ায় তাদের থানায় নিয়ে আসা হয়।’’
নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা জড়ো হচ্ছিল। তারা জেএমবি সদস্য কীনা সেটা এখনই বলা যচ্ছে না।’’
তবে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, কার্বন পেপার, ফয়েল পেপার, তার ও টেপ উদ্ধার করা হয়েছে।’’