কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বাপ ছেলে জখম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হামলায় মো.বেল্লাল ফকির (৩৫) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে।
তাকে রক্ষা করতে গিয়ে তার বৃদ্ধ পিতা মো.সত্তার ফকির(৮০) আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তারদেকে উদ্ধার করে কলাপাড়া হাপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে মো.বেল্লাল ফকিরকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামে।
ব্যাপারে আহত মো.বেল্লাল ফকিরের ছোট ভাই মো.জহিরুল ফকির বাদি হয়ে নুরুল ইসলাম ফকির, ওহিদুল ফকির ও রহমান ফকিরকে আসামির করে থানায় একটি আভিযোগ দায়ের করেন।
পুলিশ এঘটনায় আহত বেল্লাল ফকির চাচাতো ভাই ওহিদুলকে আটক করেছে। কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান আব্যাহত রয়েছে। বুধবার গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পটুয়াখালি, বিভাগের খবর