বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ২০ মার্চ ২০১৬
কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামবাসীরা ট্রলারসহ গরু চোর মঞ্জু (২০) কে আটক করেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কোন না কোন বাড়ির গোয়াল ঘর থেকে প্রতি রাতে গরু উধাও হয়ে যেত। গ্রামের লোকজন ওৎ পেতে থেকে চোরসহ একটি ট্রলার আটর করে।
শনিবার সন্ধ্যার দিকে চোরকে কিছু উত্তম মাধ্যম শেষে ওই ইউনিয়নের চেয়ারম্যান মীর তারেকুজ্জামান তারার কাছে হস্তান্তর করে। ওই রতেই গ্রামবাসীরা গরু চোরকে পুলিশের কাছে সোপর্দ করেন। গত এক মাসে কৃষকদের বিভিন্ন গোয়াল থেকে ২০/২৫ টি গরু চুরি হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তারেকুজ্জামান তারা জানান, এলাকায় গরু চুরি নিত্যদিনের ঘটনা। গ্রামের লোকজন চোরকে আটক করে ইনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে চোরসহ তাদেরকে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। কলাপাড়া থানার এস আই ফেরদৌস জানান, ওই চোরকে রবিবার সকলে আদালতে সোপর্দ করা হয়েছে।