৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কলাপাড়ায় তথ্যপ্রযুক্তি আইনে আটক ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৯ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০১৬

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে গণধোলাই দিয়ে ছাত্রলদ কর্মীসহ তিনজনকে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ সকালে উপজেলার মহিপুর থানা সদরে এ ঘটনা ঘটে। এ সময় মহিপুর থানা ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতা-কর্মীরা স্থানীয় ছাত্রদল পরিচালিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে হামলা ও ভাংচুর করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহিপুর বন্দরে পুলিশের সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানা যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় লোকজন রহিম, সম্রাট ও এনামুলকে থানায় সোপর্দ করেছে। এরা সঙ্গবদ্ধ একটি চক্র। আকট তিনজনই ছাত্রদলের অনুসারী বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। তথ্যপ্রযুক্তি আইনে তাদেরকে আটক করা হয়েছে।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন