৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কলাপাড়ায় তিন পর্যটক গুরুতর জখম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৫ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০১৬

কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় তিন পর্যটক গুরুতর জখম হয়েছে। শনিবার দুপুরের দিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ফেরার পথে কলাপাড়ার শেখ কামাল সেতু সংলগ্ন সড়কে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পরে। এসময় ওই মোটরসাইকেলে থাকা মো.সজিব (৩২), আনোয়ার (৩০), সোহাগ (২৫) মারাত্মক জখম হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটপন্ন হওয়ায় তাৎক্ষনিকভাবে ওই তিন জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিায়ে দেয়। সড়ক দূর্ঘটনায় আহত তিন জনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। তারা অপরাধ বিচিত্রা পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন