বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:১৯ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০১৭
পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিজের গায়ে নিজে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা চালিয়েছেন। এতে তার সারা শরীর অগ্নিদগ্ধ হয়। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে।
ওই গৃহবধৃকে স্থানীয়রা গুরুতর অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পর অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ সালমা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। কখনো অজ্ঞান আবার কখনো সুস্থ থাকেন। ঘটনার দিন রাতে সে নিজের ঘরে কুপি থেকে আগুন নিজের শরীরে ধরিয়ে দেন।
এতে তাৎক্ষণিক আগুন তার সারা শরীরে ছড়িয়ে পুড়ে যায়। এসময় তার ডাকচিৎকারে বাড়ীর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
সালমা ক্ষুদ্র ব্যবসায়ী ফজলুল হকের স্ত্রী বলে জানা গেছে।
সালমার স্বামী মো. ফজলুল হক বরিশালটাইমসকে জানান- সে কখনো ভাল, কখনো খারাপ। সে মাঝে মাঝে বাসা-বাড়ীর আসবাবপত্র ভাঙচুর করে। তবে নিজের শরীরে নিজে আগুন দিবে তা ভাবতে পারেননি বলে তিনি সাংবাদিকদের জানান।’’
সালমার ভাই মো.ফজলে মিয়া বরিশালটাইমসকে জানান- তার বোন বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পরেছে। সে নিজের শরীরে নিজেই আগুন দেয়ার সময় ঘরে কেউ ছিলোনা।’
কলাপাড়া হাপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা. মো. জুনায়েত হোসেন লেলিন বরিশালটাইমসকে জানান- সালমার মুখমন্ডল ব্যতীত শরীরের সমস্ত স্থান দগ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল রেফার করা হয়েছে।’’