পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের উপস্থিতিতে দুই গ্রুপের দুই দফা রক্তক্ষয়ী সংঘাতে ৭জন আহত হয়েছে। এত গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মো. মনির, জাফর, খোরশেদ আলম, তোফায়েল, তাওহীদকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতিতে এ ঘটনাটি ঘটে।
আহত খোরশেদ আলম, তাওহীদ ও জাফরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণিক ভাবে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে চর গঙ্গামতি থমথমে আবস্থা বিরাজ করছে।
আহত মনির জানান, তার ছেলে শাহিন আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের ছাত্র। তাকে কিছুদিন পূর্বে একই এলাকার সিদ্দিক, সোরাব, ও হেল্লাল শরীফসহ বেশ কয়েকজনে আটক করে রাখে।
মহিপুর থানায় একটি মামলা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পুলিশ কবিরকে আটক করে নিয়ে যাওয়ার পরে ফের দুই গ্রুপ ব্যাপক সংঘাতে লিপ্ত হয়।
মহিপুর থানার এসআই হাফিজ বরিশালটাইমসকে জানান, পুলিশের উপস্থিতিতে নয়। একজন আসামি গ্রেফতারের পরে আসামীপক্ষ বাদীপক্ষের ওপর হামলা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
পটুয়াখালি