২ ঘণ্টা আগের আপডেট রাত ২:৩৭ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

কলাপাড়ায় প্রতিপক্ষ যুবকের হাত পায়ের রগ কেটেছে সন্ত্রাসীরা

বরিশালটাইমস রিপোর্ট
৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের নিয়ে দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে শাকিল বেপারী (৩০) নামে এক যুবকের দু’হাত এবং পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেহপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাকিল বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে  কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে) প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুনায়েদ হোসেন লেলিন বরিশালটাইমসকে জানান- তার হাত-পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে ফেলেছে।  সাধ্যমত চিকিৎসা দিয়ে বরিশাল রেফার করা হয়েছে।’

শাকিল বেপারী কলাপাড়া পৌরশহরের ইসলামপুর এলাকার মালেক বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের কাশেম শেখ গ্রুপের সাথে কলাপাড়া পৌরশহরের শাকিল বেপারীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।  এ নিয়ে এর আগেও বিভিন্ন সময় মারামারির ঘটনা ঘটে।

তবে ঘেরটি বর্তমানে কাশেম শেখের দখলে রয়েছে। শনিবার শাকিল বেপারী কলাপাড়া পৌরশহর থেকে তার দলবল নিয়ে ওই ঘের নিজেদের দখলে আনতে গেলে দু’গ্রুপের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।

এসময় কাশেম শেখ গ্রুপের লোকজন অপর গ্রুপের প্রধান শাকিল বেপারীকে তার দু’হাত এবং দু’পায়ের রগ কেটে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম খান বরিশালটাইমসকে জানান- ঘেরটি নিয়ে দু’পক্ষের দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে।

শাকিল বেপারী কাশেম শেখের দখল ঘেরটি  দখল করতে গেলে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।”

পটুয়াখালি

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি  ভারত থেকে শীঘ্রই আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ!  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন  স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা  পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা  হামলা চালিয়ে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল  বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আল-আমিন