পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় বিষপানে আব্দুল আলিম (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (এপ্রিল) সকালে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলীম কুয়াকাটা সংলগ্ন তুলাতলী গ্রামের আব্দুর রহিম খানের ছেলে।
তার মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেলা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- পারিবারিক কলহের জের ধরে আলিম ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী হাসপাতালে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করে। কলাপাড়া নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
আলিমের বড় ভাই মো. শহিদুল ইসলাম খান বরিশালটাইমসকে বলেন, তার মৃত্যুর কোন কারন পাচ্ছি না। তবে কয়েকদিন আগে একটি মারামারি হয়েছিল সে কারনে আত্মহত্যা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান, আত্মহত্যার কারন উৎঘাটন হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
পটুয়াখালি