১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কলাপাড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচন শেষ, ভোট গণনা চলছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৭ অপরাহ্ণ, ১০ মার্চ ২০১৭

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত কলাপাড়া মহিলা কলেজের পাঁচটি কক্ষে ভোটারা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

১২ টি পদে ২৭ জন প্রার্থীরা পক্ষ থেকে কেন্দ্রের আশপাশে ছবি সংবলিত পোষ্টার ব্যানারে সজ্জিত করে রেখে। শুরু হয়েছে ভোট গণনার কাজ। ফলাফলের অপেক্ষায় প্রার্থী ও সর্মথক কেন্দ্রের আশ পাশে ভীড় করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- মোট ১ হাজার ৩৪ জন ভোটারদের মধ্যে ৯ শত ২৭ জন ভোটারাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ১৮ সদস্য বিশিষ্ট একটি টিম কাজ করেছে।

এছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কেন্দ্র পুলিশ নিয়োজিত ছিলো। তাবে ভোটাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এ নির্বাচনটি খুব শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থী শিব শংকর পাল শিবা জানান- শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটারাই রায়ে যোগ্য প্রার্থী বিজয় হবে। আর এ ফল সকলের মেনে নেয়া উচিৎ।’’

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক জীবন কুমার মন্ডল জানান- জনগণের ইচ্ছা থাকলেই ভোট নিরাপক্ষ এবং গনতান্ত্রিত পরিবেশে করা সম্ভব।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের নির্বাচনের মত সারাদেশে গণতান্ত্রিত পদ্ধতিতে ভোট হলে আমাদের আবার গণতান্ত্রিত ফিরে আসতে পারে। এটাই তার নমুনা।’’

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন