কলাপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় মো.সেকেন্দার হাওলাদার (৭৫) নামে এক পথচারী মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৭ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে তার বাড়ীর সামনা এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পটুয়াখালি, বিভাগের খবর