কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবককে কুপিয়ে ডান হাতের কব্জি সহ তিনটি আঙ্গুল কেটে ফেলেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা আহত ওই যুবককে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার পক্ষিয়াপাড়া বাজারে।এ ঘটনায় হাতেম দালাল (৪৫) নামের এক জনকে পুলিশ গ্রেফতার করেছে।
এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো.শহিদুল ইসলাম খান জানান, এ ঘটনায় হাতেম দালালকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাতেম দালাল ইতিপূর্বে অস্ত্র মামলার আসামী ছিল এবং জাল টাকার ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হাতেম দালালকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
খবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি