বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৫৩ অপরাহ্ণ, ০৪ জুন ২০১৭
মাত্র পনের দিন আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের ওপর সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। হস্তান্তর হয়নি সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে।
অথচ এখনই হাত দিয়ে ধরলেই ঝুড় ঝুড় করে খসে পড়ছে সেতুর রেলিংয়ের পলেস্তরা। ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছে বলে দাবি করেছে এলকাবাসী।’
খোঁজখবর নিয়ে জানা গেছে- ২০১৬-১৭ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থ সহাযতায় সেতু নির্মাণ কাজ শুরু করা হয়। ৪০ ফুট দৈর্ঘ্য এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৩২ লক্ষ ৫২ হাজার ৬৫৩ টাকা।
শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান মো. জাহাঙ্গীর আলম নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করছে বলে ক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন।
বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বরিশালটাইমসকে জানান, খোঁজ নিয়ে দেখে সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করবেন।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মো.জাহাঙ্গীর আলম বরিশালটাইমসকে জানান, নির্মাণ শ্রমিকরা কিছুটা নিম্নমানের কাজ করেছে। তবে যতটুকু হয়েছে তা পুনরায় ঠিক করে দেয়া হবে।’
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বরিশালটাইমসকে বলেন, ঠিকাদার অফিসকে না জানিয়ে রেলিংয়ের কাজ সম্পাদন করেছে। রেলিং ভেঙে নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে বলে তিনি সংবাদিকদের জানিয়েছেন।”