বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:২৭ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০১৭
পটুয়াখালীর কলাপাড়ায় ৮০০ পিস ইয়াবাসহ মোসাম্মৎ রোজিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিক্তিতে কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান চালায়।
এ সময় ঘরের ভিতরে তল্লাশী চালিয়ে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের টের পেয়ে তার স্বামী ফেরদৌস পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।”