পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নোমরহাট বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, রাসেল খানের ডেকোরেটর, রনি আকনের ফার্মেসি, জহিরুল মুন্সীর মুদি দোকান, আরিফ হোসেনের কম্পিউটার সামগ্রীর দোকান, সুমন শীলের সেলুন, রিয়াজ হাওলাদারের চায়ের দোকান, শহীদুল মুন্সীর চায়ের দোকান ও মোকলেস সন্যামতের মুদি দোকান।
Other, পটুয়াখালি