পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের এক কলেজছাত্রীকে (১৮) উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদউদ্দিন এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার জানখালী গ্রামের হেমায়েত মোল্লার ছেলে ইব্রাহিম (২৪) ও একই গ্রামের বাদশা মোল্লার ছেলে সুমন (২০)।
এসআই মাহাফুজ হাসান জানান, রোববার বিকেল ৩টার দিকে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথে জানখালী গ্রামের তালুকদার বাড়ির সামনে সুমন মোল্লা ও ইব্রাহিম মোল্লা তাকে উত্ত্যক্ত করেন। এসময় স্থানীয় গ্রামবাসী দুই যুবককে আটক করে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই যুবককে ছয় মাস করে করাদণ্ডাদেশ দেন।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর