৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০২ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০১৬

পিরোজপুরের মঠবাড়িয়ার দধিভাঙা অ্যাডভোকেট জিয়াউল ফারুক কলেজে পাঠদান চলাকালে হামলা ও কলেজ ক্যাম্পাসে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, কলেজ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী অংশ নেন।

পরে টিকিকটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মো. ইমাদুল হক, যুবলীগ নেতা মো. শিপলু মিয়া, শিক্ষক মো. মতিন হক, মো. নজরুল  ইসলাম, শিক্ষার্থী মো. ইমরান মিয়া প্রমুখ।

বক্তারা কলেজটি নির্বিঘ্নে পরিচালনার দাবি জানিয়ে বলেন, ১৯৯৩ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় একটি কুচক্রি মহল কলেজ প্রতিষ্ঠায় বাধা প্রদান করে আসছিল। ওই চক্রের ইন্ধনে কলেজের জমি জবর দখলের পাঁয়তারা শুরু করে একটি স্বার্থান্বেষী মহল। সম্প্রতি কলেজ চলাকালে কলেজে প্রবেশ করে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন