বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০১৭
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আমুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুলহাস হাওলাদারের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে আমুয়া উত্তরপার গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জুলহাস আমুয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে আমুয়া উত্তরপার গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বাবা ও মা স্বজনদের বাড়িতে বেড়াতে গেলে জুলহাস হাওলাদার একাই গতরাতে (মঙ্গলবার রাত) ঘরের ভেতর ঘুমিয়ে ছিল। সকালে বাবা-মা বাড়ি ফিরে এসে ঘরের আড়ার সাথে জুলহাস হাওলাদারের লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন।
খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে জানায়। কাঁঠালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। জুলহাসকে হত্যা করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে তা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলে জানান কাঁঠালিয়া থানার ওসি মো. জাহিদ হাসান।