৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

কাঁঠালিয়ায় মামলার বাদীকে কুপিয়ে জখম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৩ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৭

ঝালকাঠির কাঠালিয়ায় জালিয়াতী মামলার বাদী ফিরোজ আলম তালুকদারকে (৫০) কুপিয়ে জখম করেছে মামলার আসামীরা। সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানাই গ্রামের তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। মারত্মক আহত ফিরোজ তালুকদারকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফিরোজ তালুকদারের ভাতিজা জিয়া তালুকদার জানান, রাজিব তালুকদার আমার দাদা মরহুম হাজী রত্তন তালুকদার মারা যাওয়ার পর তার সাক্ষর জাল করে একটি জাল দলিল সৃষ্টি করে ওই দলিল কৈখালী কৃষি ব্যাংকে রেখে কৃষি ঋণ উত্তোলন করে। বিষয়টি জানার পর চাচা ফিরোজ তালুকদার বাদী হয়ে ঝালকাঠি জজ আদালতে রাজিব তালুকদারসহ ৭ জনকে আসামী করে মামলা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে রাজিব তালুকদার, তার চাচা, ফারুক তালুকদার হৌজন, আব্দুল মজিদ মধু তালুকদার, দেলোয়ার তালুকদার, খালেক তালুকদার, তোকাব তালুকদারসহ অচেনা আরো ৪-৫জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে ঘরের সামনে গিয়ে ফিরোজ তালুকদারকে কুপিয়ে জখম, তার স্ত্রী হাসি বেগমকে মারধর করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। চেচরীরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির ফরাজী জানান, সাংবাদিক নামধারী রাজিব তালুকদারের বিরুদ্ধে আমার পরিষদে একাধিক অভিযোগ রয়েছে, ওর অত্যাচারে এলাকাবাসী ওষ্ঠাগত।

 

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন