বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৪৯ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০১৮
পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ প্রশাসন।
আজ রোববার সকালে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান থানা ভবনের সম্মূখ চত্বরে আগুনে ভস্মীভূত দরিদ্র দুটি পরিবার মাঝে চাল ডাল, হাড়ি-পাতিলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় থানার ওসি তদন্ত মো. ফরিদ উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে উপজেলা সদর পোস্ট অফিসের পেছনে দরিদ্র দুই পরিবারের দুইটি কাঠের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আগুনে শাহ আলম ভান্ডারী ও পেয়ারু বেগম সর্বস্ব হারিয়ে পথে বসেন। ফলে আজ কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ওই দুই পরিবারকে খাদ্য ও উপকরণ সহায়তা দেওয়া হয়।