পিরোজপুরের কাউখালীর কলেজছাত্রীর ওপর হামলাকারী বখাটে রাজু শেখকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার দাশেরকাঠী গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটক রাজু কাউখালীর দাসেরকাঠী গ্রামের মোজাম্মেল শেখের ছেলে।
গত ২৫ জানুয়ারি এক কলেজছাত্রী বখাটেদের নির্যাতনের শিকার হন। এসময় বখাটেরা তাকে রড দিয়ে পিটিয়ে, শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুত্বর জখম করলে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য চার দিন পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কাউখালী থানার ওসি মনিরুজ্জামান শনিবার দুপুরে বলেন, ছাত্রী নির্যাতন ঘটনায় এজাহারভুক্ত দুই জনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছিল। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদে আমিসহ সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেপ্তার করে শনিবার কোর্টে প্রেরণ করা হয়েছে।
অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
পিরোজপুর