বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ অপরাহ্ণ, ০৬ অক্টোবর ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটায়, জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজম আলি খান, সদর ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ বড়াল, সয়না রঘুনাথপুর ইউনিয়নের দফাদার আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু তালিকা তৈরি করার জন্য প্রতিটি ওয়ার্ডে আলাদা রেজিস্টার খাতা থাকবে।