বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০১:৩২ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুতে তপন হালদার(৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার আমড়াজুরি গ্রামের সুনিল হালদারের ছেলে। জানা গেছে ,তপন হালদার মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানেই বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, তপন হালদার গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। তার অবস্থা গুরুতর দেখে বরিশালে পাঠানো হয়।
আমরা জানতে পেরেছি সেখানে তার মৃত্যু হয়েছে। এর পূর্বে ১১ বছরের একটি শিশুকেও বরিশাল নেওয়ার পর মারা গেছে। এ নিয়ে কাউখালীতে ২ জন ডেঙ্গুতে মারা গেছে।
গত আগষ্ট থেকে এযাবৎ ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী এসেছে। দু’জন বাদে অন্যরা সকলেই সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ডেঙ্গু টেষ্টের কীট ও পর্যাপ্ত ঔষধ মজুত রয়েছে।
এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, এ মৌসুমে জেলায় ২৯৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৩ জন মারা গেছে।