দুলাল মোল্লা উপজেলার শিয়ালকাঠী গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, দুলাল মোল্লা দীর্ঘদিন থেকে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার দুলাল ওই নারীর পথরোধ করে অশালীন কথা-বার্তা বলে। এসময় ওই নারী কাউখালী থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে দুলাল মোল্লাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হলে আদালতের বিচারক এ দণ্ড দেন।
পিরোজপুর