১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কাউখালীতে মায়ের লাশ রেখে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দিলেন দুই ভাই

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৪২ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২৪

কাউখালীতে মায়ের লাশ রেখে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দিলেন দুই ভাই

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলেন দুই আপন ভাই। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের আবুল হোসেন মল্লিকের দুই ছেলে সাইফুল ইসলাম ও মোঃ আসাদ তাদের মায়ের লাশ ঘরে রেখে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ভান্ডারিয়া উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছে। উল্লেখ্য বুধবার রাতে আবুল হোসেন মল্লিক এর স্ত্রী হঠাৎ অসুস্থ হলে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।

পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় ওই দুই পরীক্ষার্থীর মা মারা যান। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে জানাজার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এলাকায় শোকের ছায়া নেমেছে। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন