বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৪৮ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০২৩
কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মেট্রোপলিপন কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. রমজান আলী নামের এই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। সোমবার খুব সকালে শহরের তিন নম্বর ওয়ার্ডের গাউয়াসর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআই এনামুল হকের নেতৃত্বাধীন একটি টিম।
থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ ছিল সোমবার ভোরে কোনো এক ব্যক্তি ভাটিখানা গাউয়ারসর এলাকায় মাদকের একটি বড় চালান নিয়ে ঢুকতে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে স্থানীয় রাহাত খানের বাসার সামনে থেকে একটি ব্যাগভর্তি গাঁজাসহ পঞ্চাশোর্ধ্ব রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রমজান আলীর বি বাড়িয়া হলেও তিনি মাঝে মধ্যে গাঁজার বড় চালান নিয়ে বরিশালে আসেন এবং নির্ধারিত গন্তব্যে পৌছে দিয়ে চলে যান। অনুরুপভাবে আজ সকালে তিনি ৬ কেজি গাঁজার চালানটি নিয়ে আসলে গন্তব্যে পৌছানের আগেই রাহাত খানের বাসার সম্মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা পাওয়া যায়।
কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান জানান, মাদক উদ্ধারের এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। সেই মামলায় রমজান আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।’