বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়ন থেকে মো. মামুন (১৮) নামে এক যুবককে ওয়ান শুটারগানসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ওই ইউনিয়নের উত্তর লামছড়ি এলাকা থেকে আটক করা হয়।
আটক মামুন উত্তর লামছড়ি এলাকার বেল্লাল হোসেনের পুত্র।
কাউনিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহম্মেদ জানিয়েছেন- পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনের বাড়ি থেকে ওয়ান শুটারগানসহ আটক করা হয়।
এই সফল অভিযানে এএসআই সাইফুল ও এএসআই জিকলুরও অংশ নেন।
এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মামুনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালকে প্রেরণ করবে পুলিশ।
শিরোনামবরিশালের খবর