আপন বড় ভাইকে হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী মো. নাজমুল ওরফে আজমলকে (২৬) গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর গোাপন সংবাদের ভিত্তিতে নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে ৪৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
নাজমুল ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার উত্তর বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, ভালোবাসার সম্পর্ক নিয়ে বড় ভাই মো. আলআমিন ছোটভাই নাজমুলকে মারধর করেছিল। এর জের ধরে ২০১০ সালে নাজমুল তার দুই বন্ধু মিলে বড় ভাই আলামিনকে হত্যা করেন। ওই ঘটনায় মামলা হলে ২০১৬ সালে ঝালকাঠি জেলা ও দায়েরা জজ আদালতের বিচারকের রায়ে নাজমুল ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত হয়।
কিন্তু এর পর থেকে পলাতক ছিলেন নাজমুল। আজ সাবান ফ্যাক্টরী এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ বলে জানান ওসি।’
শিরোনামবরিশালের খবর