বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শ্যালকের হামলায় চিকিৎসাধীন শ্রমিক মো. আজাদের (৩০) মৃত্যু হওয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্বজনরা। বৃহস্পতিবার (৪ মে) ১০টায় বান্দরোডে শেবাচিম হাসপাতালের সামনের সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত রঙ মিস্ত্রী আজাদ ওই এলাকার কেরামত আলীর ছেলে।
নিহতের মামাতো ভাই মো. শামীম বলেন- ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদের শ্যালক কবির হোসেন ৩০ এপ্রিল গ্রিলে রঙ করানোর জন্য রঙ মিস্ত্রী আজাদকে খবর দেন। আজাদ গ্রিল আনার জন্য কবির হোসনকে বললে তিনি তা আজাদকে নিয়ে আসতে বলেন। অরাগতা প্রকাশ করলে বচসা থেকে এক পর্যায়ে দেয়ালের সাথে আজাদের মাথা থেতলে দেয় কবির হোসেন ও তার সহযোগিরা।
আহত অবস্থায় রং মিস্ত্রী আজাদকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় আজাদের মৃত্যু হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে বলেন, শ্রমিক নিহত হওয়ায় তার স্বজনরা বিক্ষোভ করেছিল সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এঘটনায় মামলা হবে বলে জানান ওসি।”
শিরোনামবরিশালের খবর