৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কাঠালিয়ায় কাঠাল গাছে যুবকের ঝুলন্ত লাশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০১ অপরাহ্ণ, ০২ এপ্রিল ২০১৬

ঝালকাঠির কাঠালিয়ায় রহমত উল্লাহ (১৭)  নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের গার্লস স্কুলের পেছনের একটি বাসার কাঠাল গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শনিবার সকাল ১০ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের যে কোনো সময় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।

রহমত কাঠালিয়ার উত্তরআউরা গ্রামের আলি আকবর ওরফে আবদুল হক আকনের ছেলে এবং তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, প্রেম ঘটিত কারণে রহমত উল্লাহ আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন