ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে জয়দেব চন্দ্র পাইক (৩০) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোনাউঠা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জয়দেব উপজেলার ভান্ডারিয়ার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের বাবুল চন্দ্র পাইকের ছেলে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত সোনাউঠা গ্রামের শাহেব আলীর বাড়িতে হানা দেয়।
ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসীরা ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও জয়দেব ধরা পড়েন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তার মৃত্যু হয়।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর