বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:১০ অপরাহ্ণ, ২১ এপ্রিল ২০১৭
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজ্জাক আকন ওরফে রাজু (২৭) ওই গ্রামের কদম আলীর ছেলে।
কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউনুস বরিশালটাইমসকে জানান, ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাতে রাজু পাশের গ্রামে তার বন্ধুর বাড়ি বেড়াতে যান। বন্ধু পাশের বাজারে সিগারেট আনতে গেলে রাজু তার স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ মামলা করলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে পরিদর্শক বলেন- শুক্রবার সকালে গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।