বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ১২ মার্চ ২০১৭
সোমবার থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিচ্ছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল কেএম শহীদুল্লাহ। বেলা ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। পরে বিসিসির কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর।
রোববার রাত ১১টার দিকে কাউন্সিলর কেএম শহীদুল্লাহর সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সিটি মেয়র আহসান হাবিব কামাল ব্যক্তিগত কাজে রোববার থ্যাইল্যান্ড যাওয়ায় ১ নম্বর প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ পদাধিকার বলে তিনি দায়িত্ব পাচ্ছেন। আগামী ১৬ মার্চ মেয়র আহসান হাবিব কামাল দেশে ফেরার কথা রয়েছে। ফলে ওইদিন পর্যন্ত শহীদুল্লাহ মেয়রের দায়িত্ব পালন করবেন।’’
বিসিসি সূত্র জানিয়েছে- কাউন্সিলর কেএম শহীদুল্লাহ এবার নিয়ে মোট চারবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।