বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর হয়। এছাড়া ঢাকা জেলার ৫ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন শুনানি চলছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের শুনানি হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।