সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা ছড়িয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি সেলফি। দু’দিন আগে ফেসবুকে পোস্ট করা ওই ছবিটিতে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার ২২ হাজার অনুসারী (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। ছবিটি শেয়ার করা হয়েছে ৭০০ এর বেশি বার। শত শত মন্তব্য এসেছে ছবিটিকে ঘিরে।
গোলাপি রঙের ব্লাউজের সঙ্গে মিলিয়ে গোলাপি শাড়ি, খোলা চুলের সঙ্গে সাজের পূর্ণতা দিয়েছেন একজোড়া ঝুমকা পরে। ছবিটিতে এভাবেই দেখা গেছে অপুকে। ফেসবুকে নায়ক/নায়িকারা তো ছবি পোস্ট করবেনই, এটা নিয়ে আলোচনার কী আছে? ঠিক তাই। কিন্তু আলোচনাটা শুরু হয়েছে ছবির শিরোনাম ঘিরে। ছবির সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, ‘তোমার জন্য’।
কিন্তু কার জন্য সেই ছবি অপু তা স্পষ্ট করে বলেননি। তাই শুরু হয়েছে আলোচনা। অপু প্রায়ই ফেসবুকে তার নিত্য নতুন ছবি পোস্ট করছেন। বৃহস্পতিবারও একটি ছবি পোস্ট করেছিলেন ফাল্গুনের সাজে। মাথায় ছিল ফুলের মুকুট। এরকম নানা সাজে ও ঢংয়ে নিয়মিতই ছবি পোস্ট করেন থাকেন তিনি। কিন্তু সেসব ছবিতে ‘তোমার জন্য’ ধরনের রহস্যময় ক্যাপশন থাকে না।
বিনোদনের খবর