পিরোজপুরের নেছারাবাদে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। কাল বুধবার দুপুরে হেলিকপ্টার যোগে স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। পরে ছারছীনা দরবার শরিফের মেহমানখানায় উঠবেন বলে কথা রয়েছে।
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরিফের ১২৬তম ইছালে ছাওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে যোগ দিতে মন্ত্রী পিরোজপুরে আসছেন।
নেছারাবাদ উপজেলার বিভিন্ন দপ্তর ও দরবার শরিফ সূত্রে এ তথ্য জানা গেছে।
এই আখেরি মোনাজাতে মন্ত্রী ছাড়াও অংশ নেবেন- বরিশাল-২ আসনের সাংসদ অ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুছ, পিরোজপুর-১ আসনের সাংসদ একেএমএ আউয়ালসহ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
সোমবার থেকে শুরু হওয়া ইছালে ছাওয়াব মাহফিলের শেষ দিন বুধবার। এই দিন জোহর নামাজের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর