ঘন কুয়াশার (প্রতিকূল আবহাওয়া) কারণে ভোলার চরফ্যাশনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) যাচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে পূর্বনির্ধারিত আইফেল টাওয়ারের আদলে নির্মিত উপমহাদেশের সর্বোচ্চ জ্যাকব টাওয়ার উদ্বোধন কর্মসূচিটি পিছিয়ে গেল।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আবহাওয়ার পরিবর্তন আসলে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি চরফ্যাশন যাওয়ার সম্ভবনা রয়েছে।’
ভোলা