দুই দেশের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) আবারও ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। স্থানীয় সময় শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই গোলাগুলির কথা জানানো হয়। আইএসপিআর তাদের বিবৃতিতে জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের ভিমবার সেক্টরে এলওসিতে ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ‘বিনা উসকানিতে ভারতের গুলি ছোড়ার সমুচিত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। ভিমবার সেক্টরের এলওসিতে গোলাগুলি শুরু হয় ভোররাত ৪টায়। আর শেষ হয় সকাল ৮টায়।’
উল্লেখ্য,নিয়ন্ত্রণ রেখায় শান্তি নিশ্চিত করতে ২০০৩ সালে একটি ঐতিহাসিক চুক্তি করে ভারত ও পাকিস্তান। কিন্তু এরপর থেকে বহুবার সে চুক্তি লঙ্ঘন করা হয়েছে।
Other