বার্তা পরিবেশক, অনলাইন::: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
চীনের অনুরোধে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ আলোচনায় বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে দেশটি। এরপর থেকে জম্মু-কাশ্মীর পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। বিষয়টি নিয়ে পাকিস্তানের মিত্র চীনের অনুরোধে আগস্টেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি রুদ্ধদ্বার বৈঠক করেছে।
১২ ডিসেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে কাশ্মীর সঙ্কট আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।
চীনের জাতিসংঘ মিশন নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে আরেক চিঠিতে পাকিস্তানের বক্তব্যে সম্মত হয়ে জানায়, কাশ্মীর পরিস্থিতি অনেক সঙ্কটপূর্ণ, যা পরবর্তীকালে আরও বাড়তে পারে। এ অবস্থায় জম্মু-কাশ্মীর বিষয়ে নিরাপত্তা পরিষদকে একটি বৈঠকে বসতে অনুরোধ করে চীন।
Other