বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙন থেকে নগরীর পলাশপুরকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে পলাশপুরের সর্বস্তরের জনসাধারণ।
আজ রোববার (০২ মার্চ) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মাতুব্বরের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ একেএম জাহাঙ্গীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক কাউন্সিলর আলম তাজ বেগম এবং আব্দুর রাজ্জাক ভূইয়া উল্লেখযোগ্য।
বক্তারা বলেন- বরিশাল নগরীর পলাশপুর কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকায় প্রায় ৫০ হাজার লোকের বসবাস। কিন্তু ওই অঞ্চলের লোকজন নদী ভাঙনসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করে যাচ্ছে। অথচ জেলা প্রশাসন বা দায়িত্বশীল মহল থেকে কোন সহযোগিতা আসছে না ভাঙন রক্ষায়।
এছাড়া এখানে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির জন্য নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটিও হুমকির মুখে রয়েছে। প্লান্টের অনেক জায়গা ইতিমধ্যে কীর্তনখোলায় বিলীন হয়ে গেছে। মূল প্লান্টটিও যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।”
এসময় বক্তারা নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে এলাকাবাসী বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এর আগে গত শুক্রবার বাদ জুমা নদী ভাঙন রোধে কীর্তনখোলা নদীর পারে দোয়া মোনাজাতও করেন এলাকাবাসী।”
বরিশালের খবর