৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কীর্তনখোলার মালিক ফেরদৌস গ্রেফতার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৭ অপরাহ্ণ, ০৫ অক্টোবর ২০১৬

দুর্নীতি দমন কমিশন (দুদক)বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী নৌ-যান কীর্তনখোলা লঞ্চের স্বত্তাধীকারী মো. মঞ্জুরুল হাসান ফেরদৌসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নবগ্রাম রোডের নিজ বাড়ি থেকে দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করে বলে দুদক জানায়।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল কর্যালয়ের পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ফেরদৌসের ঠিকাদারি প্রতিষ্ঠান মঞ্জুরুল হাসান অ্যান্ড কোং সিলেটের সুনামগঞ্জের একটি সড়ক নির্মানের কাজ করে। কিন্তু কাজ অসমাপ্ত রেখেই ১ কোটি টাকার বিল তুলে নিয়ে আত্মসাৎ করেন তিনি।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কর্যালয়ের কর্মকর্তা সুভাষ চন্দ্র বাদী হয়ে দুর্নীতি দমন আইনে মামলা করে। ওই মামলায় আজ বরিশাল থেকে মঞ্জুরুল হাসান ফেরদৌসকে আটক করা হয়।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন