বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৭ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। বরিশাল কোস্টগার্ড স্টেশনের সদস্যরা সোমবার (০৫ নভেম্বর) সকালে নদীতে কয়েকটি ট্রলারে তল্লাশি চালিয়ে জাটকাগুলো উদ্ধার করে।
পরে দুপুরে কীর্তনখোলা নদী সংলগ্ন নগরের ডিসিঘাট এলাকায় উদ্ধার জাটকা বরিশাল মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের উপস্থিতিতে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বরিশাল কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার সাইদুর রহমান বরিশালটাইমসকে জানান, জাটকা নিধনবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ডের একটি দল ওই অভিযান চালায়। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।
বরিশালের খবর