বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহি এমভি গ্রীণ লাইনের সাথে একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এতে কার্গোটি নদীতে ডুবে গেছে। তলা ফেটে গিয়ে বিকল হয়ে পড়েছে এমভি গ্রীণ লাইন নৌযান।
বরিশাল টার্মিনাল থেকে শনিবার যাত্রী নিয়ে রাজধানীর সদরঘাটে যাওয়ার প্রাক্কালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরে এমভি গ্রীণ লাইনে থাকা অন্তত ২ শতাধিক যাত্রী নদীর তীরে নামিয়ে দেয়া হয়েছে।
বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন- খবর পেয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা সেখানে গেছেন। ডুবে যাওয়া কর্গোটি উদ্ধারে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে।
তাছাড়া তলা ফেটে যাওয়া জাহাজ এমভি গ্রীণ লাইন নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে।”
বরিশালের খবর