১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কুয়াকাটায় আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করলো এমপ্লয়িজ এসোসিয়েশন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:২৮ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৪

কুয়াকাটা প্রতিনিধি।। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় আগত সকল পর্যটকদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুয়াকাটা টুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ঘণ্টা ব্যাপী শতাধিক গোলাপ দিয়ে পর্যটকদের স্বাগত ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এতে পর্যটকসহ স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পটুয়াখালী থেকে ঘুরতে আসা পর্যটক গাজী অরণ্য শুচি বলেন, বিশ্ব পর্যটন দিবসে কুয়াকাটার এই সংগঠনের পক্ষ থেকে আমাদের ফুল দিয়ে বরণ করেছেন। তাদের এ উদ্যোগটি আমার কাছে দারুণ লেগেছে।

ফরিদপুর থেকে আসা হাবিবুর রহমান বলেন, আপনাদের এই উদ্যোগ সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে এসেছি। পর্যটন দিবস উপলক্ষে আপনাদের এই আয়োজনকে স্বাগত জানাই।

মাদারীপুর থেকে ঘুরতে আসা নিশাত ও মীম নবদম্পতি বলেন, কুয়াকাটায় এটাই আমাদের প্রথম হানিমুন। আপনাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে। এমন ফুলের শুভেচ্ছায় আমরা উদ্ভাসিত।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সকালে র্যালি, আলোচনা সভা এবং বিকালে পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আমাদের এই আয়োজনকে পর্যটকসহ স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। পর্যটকদের সেবায় আমাদের সংগঠনের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

81 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন